ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

সাঁতার শিখতে গিয়ে কলেজ ছাত্রসহ ২ জনের মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০২, ৩০ আগস্ট ২০২০

গাজীপুরের শ্রীপুরের বহেরার চালা এলাকায় পুকুরে সাঁতার শিখতে নেমে এক কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় ও আজ রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কলেজছাত্র মো. তাওহিদুস সাইফ ওই উপজেলার বহেরার চালা এলাকার তারিকুল ইসলামের ছেলে। অপর কিশোর মোহাম্মদ নাজমুল পিরোজপুরের মাঝিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং স্থানীয় মালেক মাস্টার কিন্ডারগার্টেনের ইংলিশ মিডিয়ামের নার্সারী শ্রেণির ছাত্র।

নিহতদের স্বজন ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, শনিবার সকাল ১০টার দিকে বহেরারচালার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সাইফ। বিকেলে বাসায় না ফেরায় তাকে খুঁজতে থাকে সবাই। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরের পাড়ে সাইফের জুতা, চশমা ও মোবাইল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুকুরে নেমে খুঁজতে থাকে সবাই। কিন্তু তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের চার সদস্য পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে সাইফের মরদেহ উদ্ধার করে। 

নিহত সাইফ গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন এবং ঢাকার একটি কলেজে এইচএসসিতে ভর্তি হয়েছিলেন। 

একই সময় পুকুরে ডুবে নিখোঁজ ছিলেন কিশোর নাজমুল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকালে তারও মরদেহ উদ্ধার করে। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি